রাঙ্গুনিয়া (চট্টগ্রাম), ৭ চৈত্র (২১ মার্চ) : নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার প্রসার, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী পাচার বন্ধ, সন্ত্রাস মাদক ও জঙ্গিবাদ দমন বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তর দেশব্যাপী নিয়মিত প্রচার কার্যক্রম চালিয়ে আসছে।

মহিলা সমাবেশ, উঠান বৈঠক, উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান প্রভৃতি উপায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ‘‘গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্প’র আওতায় এসব প্রচার কার্যক্রম চালানো হয়।

এরই অংশ হিসেবে আজ রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা তথ্য অফিস মহিলা সমাবেশ ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করে। ‘‘গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) প্রকল্প’র আওতায় এ সমাবেশের আয়োজন করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা তথ্য অফিস চট্টগ্রামের উপপরিচালক মো. সাঈদ হাসানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী, প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস প্রমূখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, নারী শিক্ষা- নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। কন্যা সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যত উন্নতি চাইলে তাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারা বলেন, নারী নির্যাতন, যৌতুক কুসংস্কার ও বাল্যবিয়ের মতো অভিশাপগুলো হতে নারীকে নিরাপদ রাখতে হলে লেখাপড়া শেখাতে হবে।

কেননা, উন্নত স্বাস্থ্য ও সন্তানদের সুশিক্ষা একমাত্র শিক্ষিত নারীরাই দিতে পারে। তারা বলেন, স্বামীর পাশাপাশি স্ত্রীর উপার্জন সন্তানদের উন্নত লেখাপড়া করাতে যেমন সহায়তা করতে পারে তেমনি শিক্ষিত নারী স্বামীর মৃত্যুতে পরিবারের হাল ধরতে পারে। তাই যেকোন পরিস্থিতিতে নারীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দেশকে সবদিক দিয়ে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। শিক্ষা স্বাস্থ্য, সড়ক অবকাঠামো বিদ্যুৎসহ বর্তমান সরকারের আমলে সব খাতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। শুধু চট্টগ্রাম অঞ্চলেই কর্ণফুলি টানেল, ইকোনোমিক জোন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের মতো মেঘা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প , আইসিটি খাতের সুলভ ব্যবহার, প্রতিটি গ্রামকে শহরে উন্নীত সর্বোপরি সব মানুষকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করে সরকার দেশের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে সুসংহত করেছে। আমাদেরকে কেউ এখন আর গরিব দেশ বলতে পারে না।

সরকারের এসব উন্নয়ন কর্মকান্ডের বাস্তব তথ্য তৃণমূলে তুলে ধরায় তিনি গণযোগাযোগ অধিদপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ দেন। পাশাপাশি এ প্রচার কার্যক্রম আরো শক্তিশালী করার তাগিদ দেন।
অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত ও অনিয়মিত শিল্পীর অংশ গ্রহণে উন্নয়নমূলক সংগীত পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *