নিজস্ব প্রতিনিধি : জেলা নাগরিক প্লাটফর্ম’র ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে তিনটায় শহিদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে স্বেচ্ছাসেবি সংগঠন ‘রুপান্তর’র আয়োজনে এবং জেলা নাগরিক প্লাটফর্মের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। স্বেচ্ছাসেবি সংগঠন ‘স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া কালি মাদ্রাসার অধ্যক্ষ ড. আক্তারুজ্জামান, প্রবীণ রাজনীতিবিদ নেতা কামরুল ইসলাম ফারুক, অধ্যাপক মোজাম্মেল হোসেন, এটিএন বাংলার কামরুজ্জামান, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাপী আহমেদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, ভারত্বেশ্বরী বিশ্বাস, সাবেক কাউন্সিলর বিউটি, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, কবি শহিদুর রহমান, হেনরী সরদার, কর্ণ বিশ্বাস, নাগরিক প্লাট ফর্মের যুগ্ম আহবায়ক ফারজানা রুবি মুক্তি, আইরিন সুলতানা, ইমরান হোসেন প্রমুখ। সভায় জেলায় মুসলমান,হিন্দু, খৃষ্টানদের মধ্যে যাতে সামাজিক সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে সমাজে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন রুপান্তরের জেলা সমন্বয়ক মাসুদ রানা, বিপুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *