নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সাথে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো.ফিরোজ হোসেন, দৈনিক সুপ্রভাত পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক কাফেলা পত্রিকা স্টাফ রিপোর্টার শেখ কামরুল ইসলাম, প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক আজকের তথ্য সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সেলিম হোসেন, একুশে টেলিভিশন এর ক্যামেরা পার্সন শহিদুল রহমান শিমুল, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আল ইমরান প্রমুখ।
এসময় সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্য বৃন্দ আলহাজ্ব মো. নজরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করতে হবে। মাটি ও মানুষের কথা তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের সাংবাদিকতা ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।