রোববার সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পুরষ্কার প্রাপ্ত ফিফা রেফারী সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান সামছুজ্জামান বাবুকে প্রাণঢালা অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পদকে ভূষিত তৈয়ব হাসান সামছুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স বক্তব্য রাখেন।
প্রধান অতিথি জাতীয় ক্রীড়া পদক বিজয়ী তৈয়ব হাসান সামছুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন এবং সাতক্ষীরা জেলা হতে অপর বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শেখ বশির আহম্মেদ মামুন ও শামীম আল মামুনদ্বয় জাতীয় ক্রীড়া পদকে ভূষিত হওয়ায় তাদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথি আশা ব্যক্ত করেন যে, আগামীতে সাতক্ষীরা জেলা হতে আরোও অনেকে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়ে এই জেলার সুনাম অক্ষুন্ন রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি