স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের অফিস রুমে জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবুল হোসেন ও শ্রমিক নেতা জাকির হোসেন টিটু সহ সংগঠনটির নেতাকর্মীরা নবাগত জেলা প্রশাসকের সাথে এ মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা জানান।
এসময় করোনা কালিন সময়ে চলমান লকডাউনে কর্মহীন শ্রমিকদের সহায়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা ও জেলার উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।