আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩’ উৎযাপন করা হয়েছে ।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে (১৭ মার্চ) শুক্রবার সকাল ৯টায় শহরের খুলনা রোডমোড়ে জাতির পিতার প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান, সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।