সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটির নেতৃবৃন্দ।
শনিবার রাতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটির আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদার ও সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদসহ নির্বাচিত প্রতিনিধিদের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটির পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়-প্রায় চার দশক শ্রমিকদের কল্যাণে নিজের জীবনকে নিয়োজিত রেখে চলেছেন জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ইতিপূর্বে জেলার বাস-মিনিবাস শ্রমিকদের দুঃখ-বঞ্চনার অবসান হয়েছিল। শ্রমিকরা তাকে অফুরন্ত ভালোবাসে। সেই ভালোবাসার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ আবু আহমেদ একটি প্যানেল ঘোষণা করেছিলন।
ঐ প্যানেলে অন্যতম অকুভয় ব্যক্তিত্ব অধ্যক্ষ আবু আহমেদ। তাঁর সুপরিচিতি, শ্রমিকদের হৃদয় নিড়ানো ভালোবাসার ফলশ্রুতিতে গতকাল সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদ নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে আবু আহমেদ ও গোলাম মোরশেদ পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীর জেলা কমিটি’র সদস্য মনিন্দ্র নাথ মন্ডল, মো. বায়েজীদ হাসান, ডা. মো. নুর উদ্দীন, মো. আলাউদ্দিন, আহাজ উদ্দিন সুমন, মধুসুদন বিশ্বাস, ডা. সুদয় কুমার মন্ডল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি