সোমবার বিকাল ৪টায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দিরে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উপলক্ষে জেলা যুব ঐক্য পরিষদের উদ্যোগে আগত ভক্তদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিলন কুমার রায় ও সদস্য সচিব রনজিত কুমার ঘোষের নেতৃত্বে উক্ত কার্যক্রম যৌথভাবে শুভ উদ্বোধন করেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ এবং জয় মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ।
এসময় অনুপ্রেরণাদাতা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ রঘুজিত গুহ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি জীতেন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক উপ-সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ আমিন, জেলা জয় মহাপ্রভু সেবক সংঘের সাধারণ সম্পাদক সনাতন দাশ, জেলা মন্দির সমিতির সহ-সম্পাদক বিকাশ দাশ, জেলা মন্দির সমিতির সাংগঠনিক
সম্পাদক প্রাণ নাথ দাশ, জেলা মন্দির সমিতির কোষাধ্যক্ষ আনন্দ সরকার, পলাশ দেবনাথ, সৌমেন ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক মিঠুন ব্যানার্জী, সদস্য মিলন বিশ্বাস রুদ্র, কর্ণ বিশ্বাস কেডি, প্রশান্ত অধিকারী, পৌর যুব ঐক্য পরিষদেও সহ-সভাপতি শ্রীদাম দে, মেঘ আনন্দ, পথিক সরকার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস প্রমুখ।
উৎসবটি পৌরহিত্য করেন পরমপুরুষ কৃষ্ণদাস ব্রহ্মচারী। সদর উপজেলা মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রায় একইভাবে উক্ত কর্মসূচী পালন করা হয়। এসময় উপসিস্থত থেকে শুভ উদ্বোধন করেন উক্ত কমিটির সভাপতি গৌর দত্ত এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ কিরণময় সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সারাদেশের মন্দির প্রাঙ্গণেই সীমিত পরিসরে এবং যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে রথটান অনুষ্ঠান হয়। করোনার কারণে গত বছরও সীমিত পরিসরে রথযাত্রা উৎসব হয়েছিল। উল্টোরথ ২০জুলাইও জেলা যুব ঐক্য পরিষদ একই কর্মসূচী পালন করবে।