জেলা রিকন্ডিশন্ড মোটরসাইকেল শোরুম মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও এমএম মটরস্’র সত্ত্বাধিকারী খালিদ হোসেন মিলন এর শিশু পুত্র নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজেউন)।
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার আদদ্বীন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫দিন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা রিকন্ডিশন্ড মোটরসাইকেল শোরুম মালিক সমিতির সভাপতি ও এসএম মটরস্’র সত্ত্বাধিকারী মকবুল হোসেন, সহ-সভাপতি ইত্যাদি মটরস্’র সত্ত্বাধিকারী টুটুল, সাধারণ সম্পাদক মা মটরস্’র সত্ত্বাধিকারী জিল্লুর রহমান, সাতক্ষীরা মটরস্’র সত্ত্বাধিকারী জাকির হোসেন বনি, সাংগঠনিক সম্পাদক সুন্দরবন মটরস্’র সত্ত্বাধিকারী ফিরোজুল রানা,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক বীথি মটরস্’র সত্ত্বাধিকারী জুলফিকার আলী জুলু, অর্থ সম্পাদক নাফিজ মটরস্’র সত্ত্বাধিকারী মাহফুজ, সদস্য জননী মটরস্’র সত্ত্বাধিকারী জাকির হোসেন টিটু, বন্ধু মটরস্’র সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম, বাইক শপ এর সত্ত্বাধিকারী আসাদুজ্জামান আসাদ, শাহরিয়ার মটরস্’র সত্ত্বাধিকারী রিয়াসাত আলী প্রমূখ।
উল্লেখ্য, আগামীকাল (২০ জানুয়ারি) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা রিকন্ডিশন্ড মোটরসাইকেল শোরুম মালিক সমিতির সকল সদস্যদের দোকান বন্ধ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি