নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চিরায়ত বাংলা নাটক “পাকা রাস্তা” মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। প্রসাদ বিশ্বাসের রচনায়, এ.কে আজাদ সেতুর নির্দেশনায়, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সহ নির্দেশনায় ০৯ ফেব্রæয়ারি শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে নাটক “পাকা রাস্তা” মঞ্চায়ন করা হয়। নাটকে প্রধান সমন্বয়কারী ছিলেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা।
অভিনয়ে ছিলেন রেপার্টরি নাট্যদলের মলয় কান্তি মন্ডল, সুস্মিতা বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, বাপ্পী হালদার, দীপন বিশ্বাস, প্রজ্ঞা লাবনী, শ্রেয়ান মজুমদার, রুফাইয়া রহমান,, জয় কুমার সরকার, নরোত্তম সরকার,, নাসরিন নাজরানা বেবি ও কবির হোসেন।
বাংলা নাটক “পাকা রাস্তা” মঞ্চায়ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ সরোয়ার আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভ‚ইয়া, সাতক্ষীরা কালেক্টরেটের সহকারী কমিশনার আব্দুল আল আমিন, এনডিসি সজীব তালুকদার। “পাকা রাস্তা” নাটকে বর্তমান সমাজে বিভিন্ন সমস্যার চিত্র ফুটিয়ে তোলা হয়।