বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মীর মোস্তাক আলীর পিতা মীর মুনজুর আলী গত কাল আনুমানিক রাত সাড়ে ৮ টায় বার্ধক্যজনিত কারনে শহরের সুলতানপুরস্থ তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)।
বুধবার বাদ জোহর সুলতানপুর ক্লাব মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী সহ জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পিতার মৃত্যুতে গভির শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সহ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলায় সভাপতি এ্যাড. ফারুক হোসেন, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, পৌর শাখায় সভাপতি শেখ জাহাঙ্গীর কবীর, সাধারন সম্পাদক শেখ জিয়াউল হক বনি, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম।