সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগ। বুধবার বেলা ১১ টায় খুলনা রোডমোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি
মোঃ আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহিদ হোসেন, সিটি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পদ জুয়েল, কলারেয়া সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, তালা উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক শাওন আহমেদ, প্রচার সম্পাদক দেবপ্রসাদ পাল, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক শামিমুজামান টিপু সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, জেলহত্যা দিবস বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম. মুনসুর আলী, খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ. এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)