স্টাফ রিপোর্টার : কলারোয়ার ঝাঁপাঘাট পি ডি জি সিম্মিলিত এতিমখানা কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝাঁপাঘাট পি ডি জি সিম্মিলিত এতিমখানা কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঝাঁপাঘাট পি ডি জি সিম্মিলিত এতিমখানা কমপ্লেক্স ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানে ৬ষ্ঠ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শেখ আবুল বাশারের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন থেকে তাফসীর পেশ করেন চট্রগ্রাম পাহাড়তলীফাজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ এম হাসিবুর রহমান। দ্বিতীয় বক্তা ছিলেন মাওঃ খাদেমুল ইসলাম কেশবপুর।