স্টাফ রিপোর্টার : কলারোয়া ঝিকরা কলেজ পাড়া মসজিদে আল ফেরদাউস জামে মজিদের উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয় থেকে ঝিকরা কলেজ পাড়া মসজিদে আল ফেরদাউস জামে মজিদের উন্নয়নে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা পরিষদের ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেন জানান, আল ফেরদাউস জামে মজিদের উন্নয়নে জেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্ধ হয়। পূর্বের বাজেটে ৫০ হাজার টাকা এবং আজকে আরও ৫০ হাজার টাকা প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন আল ফেরদাউস জামে মজিদ পরিচালনা কমিটির সভাপতি একাব্বর মোড়ল, সাধারণ সম্পাদক এনায়েত খান টন্টু, মাগফুর রহমান প্রমুখ।