খুলনা, ১৪ আষাঢ় (২৮ জুন): খুলনা বিভাগের ঝিনাইদহে ২২ থেকে ৩০ জনু পর্যন্ত সর্বাত্মক লকডাউন চলছে।
সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের চারশত জন হোটেল-রেস্টুরেন্টের শ্রমিক, কর্মচারী ও ভ্রাম্যমান ঝালমুড়ি বিক্রেতার মাঝে জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ পাঁচশত টাকা বিতরণ করা হয়।
স্থানীয় শহিদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এ সহায়তা বিতরণ করেন।