পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি : টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে ধান ও পান চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা তালা উপজেলার খেরশা সমাজ কল্যান সংস্থা ও বিকাল ৫ টায় ইউসুফ গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। এ সয় আরও উপস্থিত ছিলেন ফরিদ,তন্ময় হালদার প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় ধান ও পানচাষীদের বিশেষ প্রশিক্ষন প্রদান করা হয়।