পাটকেলঘাটা( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার টাটা ক্রপ কেয়ারের সাথে প্রাণ গ্রুপের চুক্তি সাক্ষরিত হওয়ায় কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। সোমবার ৪ অক্টোবার বিকাল ৩ টায় ঢাকার বাড্ডায় প্রাণ ও আরএফএল গ্রুপের সাথে ফসল পরিচর্যার ব্যবসার সাক্ষ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালাক মিঃ ইলাশ মির্ধা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নির্বাহী পরিচালক মিঃ নাসির আহমেদ,পিএবিএল এর (সিওও) প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মহাতাব উদ্দীন। এ সময় টাটা ক্রপ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর কেশব সাধুর সাথে এ চুক্তি সাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী টাটা ক্রপ কেয়ারের যাবতীয় উৎপাদিত কৃষি পণ্য সারা বাংলাদেশে বিপণন করবে প্রাণ গ্রুপ।

এ বিষয়ে টাটা ক্রপ কেয়ারের এমডি কেশব কুমার সাধু এ প্রতিবেদককে জানান,ব্যবসায়ী এ চুক্তি কেবলমাত্র টাটা ক্রপের ভাগ্য উন্নয়ন নয়, এলাকার বেকারত্ব দুরীকরণে এক মাইলফলক।

দেশের বৃহৎ কোম্পানী টাটা ক্রপ কেয়ারের পণ্য বিপণনে এগিয়ে আসায় উদ্যোক্তা জীবনের সফলতার সিঁড়ি শুরু হয়েছে। হাজার মানুষ এ কোম্পানীর সাথে যুক্ত হয়ে দেশ তথা গ্রামীণ অর্থনীতি উন্নয়নে অধিক ফসল উৎপাদন হবে খাদ্যে সয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। এমনটা প্রত্যাশা তরুণ উদ্যোক্তা কেশব সাধুর। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *