পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি: টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে ঝিকরগাছা উপজেলার পলুয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে বিশাল কৃষক সমাবেশ, শনিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিবেশক রায়হান উদ্দিনের সভাপতিত্বে উক্ত কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বাবু কেশব কুমার সাধু ।
এ সময় ধানের মাজরা পোকা ও বি পি এইচ রোগ নিয়ে আলোচনা করেন কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব আমিরুল আলম এবং ধানের বি এল বি রোগের সমাধান নিয়ে আলোচনা করেন কোম্পানির যশোর জেলার সিনিয়র মার্কেটিং অফিসার জনাব লাভলু মোড়ল।
উক্ত কৃষক সমাবেশ পরিচালনা করেন কোম্পানির এরিয়া ম্যানেজার নাসির উদ্দিন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির রিটেইলার শিমুল হোসেন,ঝিনাইদহের অফিসার শাহআলম, ফিরোজ নুরনবী সহ অন্যনরা কৃষক সমাবেশ শেষে চাষিদের মাঝে গেঞ্জি ও কৃষি পন্য বিতারণ করা হয়।