টাটা ক্রপ কেয়ার কোম্পানির রিটেইলার মিটিং রবিবার বিকাল ৪ টায় ঝিকরগাছা ছুটিপুর হাজী সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়। টাটা ক্রপকেয়ারের পরিবেশক রায়হান উদ্দীনের সভাপতিত্বে সভায় ঝিকরগাছা উপজেলার সকল রিটেইলার গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার মোঃ আমিরুল আলম,( এম এম) নাসির উদ্দীন, এ এম।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব লাভলু মোড়ল, ( এস এম ও যশোর)। এ সময় আরও উপস্থিত ছিলেন বুলবুল হামিদ এস পি ও, মাসুম, নুরনবী, ফিরোজ। এ সময় রিটেইলার দের মাঝে গিফট প্রদান করা হয়। কৃষিতে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।