প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধের বিশেষ কর্মসূচি হিসেবে ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপী ১ কোটি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়ার সময় সাতক্ষীরা শহরের বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে ঘুরে আগত মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।
তিনি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদানের খোঁজ খবর নেন। এসময় তিনি স্বাস্থ্যকর্মীদেরকে এই বিশাল কর্মযজ্ঞে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগত টিকা গ্রহীতাদের সাথে আলাপকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।
ডা. সুব্রত ঘোষ বলেন, “করোনা মোকাবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা -এঁর প্রতিটি পদক্ষেপই বিশ্বের বুকে রোল মডেল”। তিনি টিকা নেবার পরও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলা বিশেষ করে সঠিক নিয়মে মাস্ক পরার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি