1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 2, 2023, 12:30 am

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পেলো না আফগানরা

  • আপডেট সময় Thursday, March 3, 2022

ডেস্ক রিপোর্ট : দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পেলো না সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারের আগেই ৯৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস ফলে ৬১ রানের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।

এছাড়া তাকে সঙ্গ দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

জবাবে ব্যাট করতে নেমেই টাইগারদের বোলিং তোপের মুখে পরে আফগান ব্যাটাররা। প্রথম ৬ ওভারে নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। এছাড়া প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও।

শেষপর্যন্ত ১৭ ওভার ৪ বলের মাথায় মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি। আফগানদের ব্যাটিং ধ্বস নামানো জন্য ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। তিনি ৪ ওভার করে মাত্র ১০ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার) (লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭)।
আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার) (জাদরান ২৭, ওমরজাই ২০)।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews