স্টাফ রিপোর্টার : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ট্রি অফ লাইফ এর উদ্যোগে বুধবার সকাল ১০টায় শহরের কাস্টমস গোডাউন মোড়ে ট্রি অফ লাইফ অফিস চত্বরে কর্মহীন ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন’র সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রগ্রামার অফিসার ফাতেমা জোহরা, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, নির্বাহী পরিচালক খুরশিদ আলী সুজা।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, খুরশিদ জাহান শিলা, জুলফিকার আলী ভুট্টো, শাহ আলম প্রমুখ।
এসময় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও সাবান বিতরণ করা হয়।