স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানের ৪ বছর য়েয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরে অযৌত্তিক ও আত্মঘাতি উদ্বোগ বন্ধ, বিএনবিসি ২০২০ এর বিতর্কিত ধারা উপ ধারা সংশোধন ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিগ্রী ইঞ্জিয়াদের সংগঠন আইবিবির সড়য়ন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় নবজীবন পলিটেকনিক ইনঃ অডিটোরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরার আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহবায়ক কামরুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রীস আলী।

এ সময় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদাক, কেনিক আইডিবি ও যুগ্ম আহবায়ক সংগ্রাম পরিষদ প্রকৌশলী জাফর আলী শিকদার, সাধারণ সম্পাদক ইইডি ও যুগ্ম সদস্য সচিব সংগ্রাম পরিষদ প্রকেশৈলী রুহুল আমিন হাওলাদার, সহযোগি সদস্য কেনিক প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক কেনিক ও নির্বাহী

পরিচালক নবজীবন ইন্সিটিটিউট সাতক্ষীরা প্রকৌশলী তারেকুজ্জামান খান, সদস্য সচিব ও আইডিইবি’র সাধারণসম্পাদক এম এম এ জায়েদ বিন গফুর, আইডিবি সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ, সঞসভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, কাউন্সিলার প্রকৌশলী জিয়াউদ্দিন, শেখ রফিকুল ইসলাম, কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, গোলাম মোস্তফা, রবিউল ইসলাম সহ নেতৃবৃন্দ।

আগামীর চ্যলেঞ্জ মোকাবেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাস আত্মঘাতি উদ্যোগ বন্ধ করে এ শিক্ষা ব্যবস্থা বিরাজমান শিক্ষক স্বল্পতা, শ্রেণী কক্ষ,ল্যাব,ওয়ার্কসপ সংট সহ শিক্ষকদেও পদোন্নতী ২য় শিফটে কর্মরত শিক্ষকদেও সম্মানি, বেতন, ভাতা প্রদান এবং ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ বিশে^র সাথে তাল মিলিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আধুনিকায়নে মনোযোগি হবাবার জন্য শিক্ষা মন্ত্রনালয়কে মনোযোগ দিতে হবে।

প্রতিবাদ সভার আগে একই স্থানে অতিথিবৃন্দ জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে কেক কাটেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *