নিজস্ব প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সহকারি শিক্ষক মুকুল হোসেন’র সঞ্চালনায় দোয়া

ও মোনাজাত পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মহসীন উদ্দিন। দোয়া মাহফিল ও আলোচনা সভায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল বলেন, ইহকাল ও পরকালের শান্তির জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা:) সুন্নত ও আদশ্য মেনে চলার বিকল্প নেই। পবিত্র কোরআন ও মহানবীর রেখে যাওয়া হাদিছ দ্বারা আমাদের জীবন ব্যবস্থা পরিচালিত করতে হবে।

মহানবী হযরত মুহাম্মদ (সা:) জীবনী আমাদের সকলের জানা উচিত।’ দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *