করোনাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরায় শুরু হয়েছে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষতকতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, কার্যকরী সদস্য এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সিনিয়র সহ-সভাপতি মিলন রায়, সহ-সভাপতি জাভেদ হোসেন টিপু, কাজী তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র লীগের
সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, তাতী লীগের সহ সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, রেজওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ হোসেন, বিকাশ চন্দ্র, প্রচার সম্পাদক জি এম আলমগীর হোসেন মিঠু, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, জনসংখ্যা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ ময়না, সদস্য পাপন, রনি মোল্লা, রিমু, সদর তাঁতী লীগের সভাপতি শেখ মোস্তফিজুর রহমান ময়না, পৌর তাঁতী লীগের সভাপতি মো রাশিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম জুয়েল, সহ সাধারণ সম্পাদক রবি, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি জাহিদ হোসেন বাপ্পী, যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মিঠুন ব্যানার্জি, সদস্য সচিব রনজিত ঘোষ, যুবনেতা মিলন বিশ্বাস, রাজু ঘোষ, সদর যুবনেতা কর্ণ বিশ্বাস কেডি, পৌর যুবনেতা রনজিত সরকার প্রমুখ।
জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, হাজার রছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর বছরে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হািসনা -এঁর সুযোগ্য, দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা খাতসহ প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশ বিশে^র বুকে আজ রোল মডেল। বাংলাদেশের আন্তর্জাতিক অর্জনের একটা বিশেষ জায়গা জুড়ে রয়েছে স্বাস্থ্যখাত। এমনকি মহামারী করোনাকালেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে ভূমিকা রেখে চলেছেন তা বিশে^র বুকে উজ্জ্বল দৃষ্টান্ত। এমন সময় ডেঙ্গুও ভয়াবহ আকার ধারণ করেছে। সকলে মিলে স্বাস্থ্যবিধি মেনে যে যার অবস্থান থেকে করোনা ও ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
অধ্যক্ষ আবু আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননত্রেী শেখ হাসিনা’র নেতৃত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সর্বদা মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এইরূপ জনকল্যাণমূলক কাজ অব্যহত রাখবে।
ডা. সুব্রত ঘোষ বলেন, আমরা সকলেই প্রত্যাশা করি সুস্থ-সবল-নীরোগ সাতক্ষীরা আর বাংলাদেশ। আসুন যে যার অবস্থান থেকে সাধ্যানুযায়ী কাজ করে করোনা ও ডেঙ্গু থেকে সাতক্ষীরাবাসী ও বাংলাদেশকে বাঁচাই।