1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
October 9, 2024, 10:46 am
Title :
এক দফা দাবিতে সাতক্ষীরায় ফের নার্সদের কর্মবিরতি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় কালিগঞ্জে দুর্গোৎসব উদযাপন করতে চাই :নবাগত ইউএনও অনুজা মন্ডল বিশ্ব নবীর কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে প্রচার কাজের উদ্বোধন তালায় ১৮৪ মন্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন সাইফুল্লাহ আজাদ সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট কলারোয়ায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ কলারোয়ায় সরকারি কর্মকর্তা ও সূধি সমাবেশে জেলা প্রশাসক মো: মোস্তাক আহমেদ

ঢাকা পিআইডি প্রতিনিধিদলের চট্টগ্রাম পিআইডি পরিদর্শন

  • আপডেট সময় Thursday, November 18, 2021

চট্টগ্রাম, ৩ অগ্রহায়ণ (১৮ নভেম্বর) : তথ্য অধিদফতর ঢাকার চার সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল আজ চট্টগ্রাম পিআইডি পরিদর্শন করেছেন। সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস এন্ড মিনিস্ট্রিয়াল পাবলিসিটি) মোহাম্মদ সাইফুল্লাহ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এর অন্যান্য সদস্যরা হচ্ছেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রোটোকল) মো. আবদুল জলিল, সহকারী প্রধান আলোকচিত্রগ্রাহক মো. ইসমাইল, হিসাবশাখার অফিস সহকারী মো. তোফায়েল আহমেদ।

প্রতিনিধিদল আজ সকালে প্রথমে চট্টগ্রাম পিআইডির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাঁরা চট্টগ্রাম পিআইডির বঙ্গবন্ধু কর্ণার, ফটোগ্যালারি, বর্ষপঞ্জিকা, সংবাদকক্ষ, সম্মেলনকক্ষ, অব্যবহৃত ফটোল্যাব এবং প্রশাসন শাখা পরিদর্শন করেন। প্রতিনিধিদল এসব শাখার কার্যক্রমের খোঁজ-খবর নেন।

পরে প্রতিনিধিদল সংবাদকক্ষে চট্টগ্রাম পিআইডির কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এসময় অফিসের কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

এসময় প্রতিনিধিদলের নিকট চট্টগ্রাম পিআইডির বার্র্ষিক পারফরমেন্স চুক্তি-এপিএ’র আলোকে বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা ও তার বিপরীতে অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি অপ্রতুল বাজেট বরাদ্দসহ বিভিন্ন সমস্যাও প্রতিনিধিদলকে অবগত করানো হয়।

প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কাজই হচ্ছে মূল্যায়নের মুল ভিত্তি। কাজেই প্রতিকূলতা থাকা সত্তে¦ও আমাদের কাজ করে যেতে হবে। নিজের কাজের মাধ্যমেই নিজ অবস্থান তৈরি করতে হবে। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা আসবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কাজের ক্ষেত্রে সৃষ্টিশীলতা আনতে হবে।

মো. আবদুল জলিল বলেন, সাংবাদিক তথ্যভান্ডারকে আরো সমৃদ্ধ করতে হবে। শুধুমাত্র তালিকাভুক্ত না দেখে মিডিয়াতে কাজ করে এমন সকলকে এ তালিকার অন্তর্ভূক্ত করতে হবে। ভবিষ্যতে এ তালিকা থেকেই গণমাধ্যমকর্মী সম্পৃক্ত সকল কাজ সম্পাদন করা হবে।

এসময় তিনি চট্টগ্রাম পিআইডির বিভিন্ন রেজিস্টার যেমন- স্টক রেজিস্টার, তথ্য বিবরণী ও আলোকচিত্র বিবরণী রেজিস্টার, গার্ড ফাইল, ক্যাশ রেজিস্টার, বিতরণ রেজিস্টার প্রভৃতির খোঁজ খবর নেন এবং দাফরিক কার্যক্রমে স্বচ্চতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এসব রেজিস্টারে খাতভিত্তিক কার্যক্রম সঠিকভাবে লিপিবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সহকারী প্রধান আলোকচিত্রগ্রাহক কভারেজ ও ইস্যুকৃত আলোকচিত্রসমূহ সঠিকভাবে সংরক্ষনের বিষয় তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews