মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মেধাবী ছাত্রী জ্যোতি মন্ডল এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮৫.৫ স্কোর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চান্স পেয়েছে।
এর আগে জোত্যি মন্ডল প্রাইমারি স্কুলে জিপিএ ৫ গ্রেট পাই ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিলিটারি কলিজিয়েট স্কুল খুলনা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তির্ণ হয়।
জ্যোতি মন্ডল ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের কলেজ শিক্ষক হরপ্রসাদ মন্ডলের কন্যা জ্যোতি মন্ডলের পিতা কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষক মাতা তৃপ্তি মন্ডল গৃহিণী। দুই বোনের মধ্যে জোত্যি মন্ডল বড়। জোত্যি মন্ডল ডাক্তার হয়ে এলাকার সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের সুচিকিৎসা দিতে চায়, এজন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে।