1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
April 1, 2023, 2:33 pm
Title :
সাতক্ষীরায় ঈদের পর দিন রোভার স্কাউট মিলন মেলা কালিগঞ্জ চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট, আহত তিন ধুলিহর ইউনিয়নে এতিমখানাসহ বিভিন্ন স্থানে এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কদমতলা বাজারে ইফতার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সারাদেশের উন্নয়নের সাথে রাঙ্গুনিয়াও অনেক এগিয়ে গেছে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী তালায় আটককৃত দুই যুবকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা সাতক্ষীরায় পুলিশ সদস্যের বাড়িতে চেতনা নাশক স্প্রে করে সর্বস্ব লুট, এক দুর্বৃত্ত আটক কলারোয়া বায়তুল আমান ট-বাজার জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গুলিসহ আটক-১

তথ্যমন্ত্রীর কম্বল পেয়ে নৌকার মাঝিদের মুখে হাসির ঝিলিক

  • আপডেট সময় Wednesday, January 18, 2023

সাতক্ষীরা টাইমস ডেস্ক : সঞ্জয় দাশের বয়স ৬০। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান এলাকায় বাড়ি। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বুইজ্জার দোকান কর্ণফুলী নদীর দেওয়ানজীহাট খেয়াঘাটে বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন।

এসময় তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘাটে হাজির হয়ে তাকে একটি উন্নতমানের কম্বল উপহার দেন। আচমকা কম্বল হাতে পেয়ে স্মৃতি থেকে বের করে বলেন, ‘তারাই তো গেল করোনার সময় চাল, ডাল, তেল ও লবন দিছিল, এবার কম্বল দিল।

আমার কি যে ভাল লাগতেছে, বুঝাইতে পারবো না।’ শুধু সঞ্জয় দাশকেই নয়, তার মতো দেওয়ানজীহাট খেয়াঘাট ও চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার শতাধিক নৌকার মাঝিদের এদিন তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল উপহার দেয়া হয়েছে। কনকনে এই শীতের সময় কম্বল হাতে পেয়ে তাদের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। এভাবে নিয়মিত পাশে থাকার জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

এদিন কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ মাস্টার, এনামুল হক, চন্দ্রঘোনা ইউনিয়নের সভাপতি এম আবু নাসের, আওয়ামীলীগ নেতা মো. হারুন, মো. ফোরকান, যুবলীগ নেতা মো. সোহেল, ছাত্রলীগ নেতা মো. আলী শাহ প্রমুখ। একইদিন হোসনাবাদ ইউনিয়নেও এনএনকে ফাউন্ডেশনের কম্বল বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগ নেতা অসীম বরণ সুশীল, মো. আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছে এনএনকে ফাউন্ডেশন। এ পর্যন্ত প্রায় ১০ হাজারেরও বেশি শীতবস্ত্র দেয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দাতব্য প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। #

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews