খুলনা, ০৬ আশ্বিন (২১ সেপ্টেম্বর) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি দুই দিনের সফরে আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বেতার কেন্দ্র পরিদর্শন করবেন।
মন্ত্রী সকাল পৌনে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করবেন। তিনি বিকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।