ঢাকা, ১ চৈত্র (১৫ মার্চ) : আজ (১ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ) এস, আর, ও নং ৭৬-আইন/২০২১ বাংলাদেশের সংবিধানের ৫৫ (6) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ Rules of Business, 1996 এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন।
উপরিউক্ত Rules এর Schedule-1 (Allocation of Business among the different Ministries and Divisions) এর Serial No 26 ও এর বিপরীতে উল্লিখিত শিরোনাম Ministry of Information এর পরিবর্তে Ministry of Information and Broadcasting শিরোনামে প্রতিস্থাপিত হলো। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে।