নিজস্ব প্রতিনিধি : সদরের তালতলায় এক ইজিবাইক চোর কে আটক করেছে গ্রামবাসী। ইজিবাইক ওই চোরের নাম হাসান (২৩)। সে কলারোয়া বসন্তপুর এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে।
সূত্রে জানাগেছে, সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের জহির উদ্দীনের ছেলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ শুক্রবার জুম্মার নামাজ পড়তে মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের সামনে রাস্তার ধারে তার ইজিবাইক টি রেখে মসজিদের বারান্দায় নামাজ পড়তে দাঁড়ান।
জুম্মার নামাজ শুরু হলে ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজরত অবস্থায় মসজিদের থাইগ্লাসে দেখতে পান তার ইজিবাইকটি নড়ছে। ইজিবাইক চালক আব্দুল মাজেদ নামাজ থেকে উঠে চোর চোর বলে চিৎকার দিলে চোর ইজিবাইক ফেলে তালতলা ঈদগাহের সামনে বাশবাগান দিয়ে গ্রামের মধ্যে দৌড় দেয়।
এসময় ইজিবাইক চালক সহ কয়েকজন ব্যক্তি চোর কে ধাওয়া করে। পরে তালতলা উত্তরপাড়া থেকে উত্তেজিত গ্রামবাসী ইজিবাইক চোর কে ধরে উত্তম-মধ্যম দেয়। পরে লাবসা ইউনিয়ন আনসার কমান্ডার মোস্তাফিজুর রহমান সুমন ইজিবাইক চোর কে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করেন বলে জানাগেছে।
ইজিবাইক চালক আব্দুল মাজেদ জানান, আমি রাস্তার পাশে ইজিবাইকটি রেখে নামাজ পড়তে দাঁড়াই। নামাজে দাঁড়িয়ে দেখি আমার রাখা গাড়িটি নড়ছে এবং কে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি পিছন ফিরে দেখি চোর আমার ইজিবাইক নিয়ে যাচ্ছে। আমি চোর চোর বলে চিৎকার দিয়ে তাকে ধাওয়া দেয়। কিছুক্ষণের মধ্যে তালতলা গ্রামের ভিতর থেকে গ্রামবাসী ইজিবাইক চোর কে আটক করে।