স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলার ৭২ নং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক সভাপতি লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানা’র সঞ্চালনায় আলোচনা সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিদ্যাুৎসাহী সদস্য সালমা খাতুন সভাপতি নির্বাচিত হন।
কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক নাজমা সুলতানা, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ বিন রইচ, সদস্য মনিরুল ইসলাম, মো. হুমায়ন কবীর, মো. আলমগীর হোসেন, মো. মোফিজুল ইসলাম, সামিয়া ফারজানা, রোকেয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি মো. সামছুল হক, শেফালী খাতুন।
উল্লেখ, সালমা খাতুন তালতলা হাইস্কুলের চার বারের সাবেক সভাপতি সমাজ সেবক আবিদার রহমানের পুত্র সাংবাদিক আলতাফ হোসেন বাবু’র সহধর্মিনী।