লাবসা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ‍্যাপিঠ তালতলা আদর্শ মাধ‍্যমিক বিদ‍্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচনের অংশ বৃহস্পতিবার অভিভাবক কমিটি নির্বাচন হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীর অভিভাবকের উপস্থিতি বিদ‍্যালয় প্রাঙ্গনকে উৎসবমূখর করে তোলে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের এডহাক কমিটির সভাপতি মেম্বর মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠান পরিচালনা করেন গণিত শিক্ষক শ্রী মঙ্গল বাবু। বিদ‍্যালয়ের সকল শিক্ষক ও স্থানিয় গন‍্য মান‍্য ব‍্যাক্তি উপস্থিত ছিলেন। হাউজে সর্বসম্মতিক্রমে ব‍্যালট নয়। হ‍্যা না ভোটের মতামত দেয়। হ‍্যা না ভোটে পাঁচ অবিভাবক নির্বাচিত হলেন। তালতলা থেকে মহাসিনুল হাবিব মিন্টু ও মোঃ আলতাফ হোসেন মাগুরা থেকে মোঃ মুনসুর আলি ও মোছাঃ জেসমিন আক্তার লাকি কৈখালি থেকে মোঃ আনিছুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *