এস এম সোহাগ রানা : পিস কনসোর্টিয়াম বাংলাদেশ প্রকল্পের সহযোগীতায়, অগ্রগতি সংস্থার আয়োজনে পাটকেলঘাটা থানাধীন ত্রিশমাইলে অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা ও পিস ক্লাবের মধ্যে আন্তঃমতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়।
১৯ শে অক্টোবর (মঙ্গলবার সকাল ১০ টায়) ধর্মীয় নেতাদের মধ্যে শান্তি সম্প্রতি ও সৌহার্দ্য রক্ষার উপর বক্তব্য রাখেন মোঃ তালা উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ তহিদুর রহমান, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে যুব সমাজের করণীয় কি?
এবিষয়ের উপর বক্তব্য রাখেন কবি বাবু তপন কুমার পাল এবং ধমীয় ও নৈতিক শিক্ষার উপর বক্তব্য রাখেন বার্নাবাস সাধু খাঁ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন পুরোহিত রতন দাস,ইমাম ফারুক হোসেন,আবু মুছা,আনিছুর রহমান,আলি আজগর সহ পিস ক্লাব সদস্যরা। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তালার জালালপুর পিস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন।