এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিফ উল- হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান। উপস্থিত ছিলেন তালা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়ান, তালা সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ জাহিদুল রহমান লিঠু। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে গণভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *