এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় তালা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে ৷
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয় ৷ এরপর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার(১৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তর তালার সহযোগীতায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাও. তাওহিদুর রহমান ৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
এছাড়া পুস্পমাল্য অনুষ্ঠানে উপস্হিত ছিলেন এসপি তালা (সার্কেল) মোঃ হুমায়ুন কবির, পল্লিবিদ্যুৎ পল্লী বিদ্যুৎ এর উপ-পরিচালক ম্যানেজমেন্ট (পশ্চিম), বিআরইবি, ঢাকা মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা, সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, মহিলা বিষয়ক
কর্মকর্তা নাজমুন নাহার ও যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম এর সঞ্চলনায় আরও উপস্হিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা হাসপাতালের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাজিব সরদার, পল্লীবিদ্যুৎ তালা জোনের এজিএম প্রকৌশলী লিটন চন্দ্র দে, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেল থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব এসএম নাজমুল হুদা, ওসি (তদন্ত) বাবলুর রহমান খান,
উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, শ্রমীকলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, বনিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সৈয়দ জুনাইদ আকবর, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খাঁ বাবলী,তালা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, হিসার রক্ষক
কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, তালা জনস্বাস্হ্য সহকারী প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম, তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, রির্পোটাস ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হানসকল কর্মকর্তা। দুপুরে গণভোজের আয়োজন করা হয়৷