আজমল হোসেন জুয়েল, তালা প্রতিনিধি : স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাতের দায়ে বরসখাস্তকৃত তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট । গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার হাইকোর্ট বিচার বিভাগের বিচারক মো. মশিউর রহমান মোল্ল্যা ও মো. কামরুল হোসেন মোল্ল্যা এই স্থগীত আদেশ দেন ।
আদেশে জানাযায়, স্মারক ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭(অংশ-১)-১৬১ তারিখ ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ শাখা-১ এর স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশ আগামী ৩ (তিন) মাসের জন্য স্থগীত করেছে হাইকোর্ট বিভাগ। যাহা পূর্বেরন্যায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন।
এরআগে, গত ৪ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ শাখা-১ এর সিনিয়র সহকারী সচীব মোঃ আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুর সাময়ীক বরখাস্তের আদেশ দেন।
এ বিষয়ে চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, আমি রাজনৈতিক পরিস্থিতির স্বীকার। মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে আমাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে একটি মহল। এঘটনাকে কেন্দ্র করে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি আরোও জানান, গত ৪ ফেব্রুয়ারি আমি হাইকোর্টে একটি রিট করি এবং ২৫ ফেব্রুয়ারি শোনানীতে হাইকোর্ট বিভাগের দুই বিচারক আমার বরখাস্তের আদেশ স্থগীতের আদেশ দেন।