এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্রতি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে ২০০ জন করে ১, ২, ৩ ওয়ার্ডের মোট ৬০০ জন ব্যক্তির মাঝে করোনা ভ্যাকসিন প্রদান কর্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়।
উক্ত টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন, থানা পুলিশ, গ্রাম- পুলিশ বাহিনী, আনসার বাহিনী।