এস এম সোহাগ রানা : তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তালা উপজেলার পিস ক্লাবের সদস্যবৃন্দ।
বুধবার সকাল ১০টার সময় পিস ক্লাব সদস্যরা তালা উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে গিয়ে দেখা করেন। এসময় তারা পিস ক্লাবের সকল কার্যক্রম সম্পর্কে ইউএনও কে অবহিত করেন। সাথে সাথে পিস ক্লাবের যে মূল কাজ উগ্রপন্থা প্রতিরোধ, সহনশীল সমাজ গঠন করা, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা, শান্তি সম্প্রীতি বজায় রাখা এ সম্পর্কিত বই ও হ্যাণ্ড বিল ইউএনও কে উপহার দেওয়া হয়।
নবাগত ইউএনও পিস ক্লাবের কাজকে স্বাগত জানান এবং তিনি পিস ক্লাবের সকল কাজে সহায়তা করবেন বলে আশ্বাস দেন। বিশেষ করে উগ্রপন্থা প্রতিরোধে যুব সমাজ শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্যে যে কাজ করে যাচ্ছে এজন্যে পিস ক্লাবের সদস্যদের তিনি প্রশংসা করেন। পিস ক্লাবের সকল কার্যক্রমে সহযোগীতা করার সহমত জানান।
এসময় উপস্থিত ছিলেন তালা ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি মোঃ সাব্বির ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, প্রচার সম্পাদক শেখ সাব্বির হোসেন, সদস্য রাজন, নাজমুল, শাওন, উর্মি ও বেলা।