1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
September 27, 2022, 10:33 pm
Title :
কমিউনিটি স্যোশাল ল্যাবের ফেইজ আউট কর্মশালা শার্শা সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যারা চেষ্টাকরবে তাদের বিন্দুমাত্র ছাড় নেই-জেলা প্রশাসক সাতক্ষীরা -খুলনা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু চট্টগ্রামে ‘হাসিনা: এ ডটার’স টেল’-এর বিশেষ প্রদর্শনী কলারোয়ায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় দুর্গা পূজায় খাদ্য সামগ্রী বিতরণ খুলনা ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অটোরিক্সা প্রতিক নিয়ে সৈয়দ আমিনুর রহমান বাবুর নির্বাচনী গণসংযোগ

তালার ১১ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী চুড়ান্ত

  • আপডেট সময় Sunday, March 14, 2021

তালায় প্রার্থী তালিকায় আলোচনার শীর্ষে থেকেও বাদ পড়েছেন অনেকে ঃ যুক্ত হয়েছেন ২ নতুন মুখ

আজমল হোসেন জুয়েল, তালা প্রতিনিধি : আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করছে আওয়ামী লীগ। শনিবার (১৩মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে ও সাতক্ষীরা টাইমস ডটকম এর অনুসন্ধানে জানা গেছে, তালার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ম বার নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম। এ ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন, আওয়ামীলীগ নেতা হামিজউদ্দীন ।

নগরঘাটা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন মো.কামরুজ্জামান লিপু, এখানে প্রার্থী তালিকায় আলোচনায় ছিল আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর সরদারের নাম। সরুলিয়া ইউনিয়নে আবারো নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, এ ইউনিয়নে প্রার্থী তালিকায় আলোচনার শীর্ষে ছিলো শিক্ষক নেতা আব্দুর রব পলাশ।

তেঁতুলিয়া ইউনিয়নে ১ম বার দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, নৌকার প্রার্থী হিসেবে এ ইউনিয়নে আলোচনায় ছিল বর্তমান চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম। তালা সদর ইউনিয়নে নৌকা টিকিট পেয়েছেন উপজেলা সরদার জাকির হোসেন, এ ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন।

ইসলামকাটি ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, প্রার্থী তালিকায় আলোচনায় ছিল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল আজিজের নাম। মাগুরা ইউনিয়ন নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গণেশ দেবনাথ, মনোনয়ন তালিকায় আলোচনায় ছিলো উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন আঃ হালিম টুটুলের নাম।

খলিশখালী ইউনিয়ন আবারো দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজ্জাফর রহমান, প্রার্থী তালিকায় আলোচনায় ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমীর কুমার দাশ । খেশরা ইউনিয়ন আবারো নৌকার প্রার্থী প্রভাষক রাজিব হোসেন রাজু, প্রার্থী তালিকায় আলোচনায় ছিল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলমের নাম।

জালালপুর ইউনিয়নে আবারো নৌকার প্রার্থী রবিউল ইসলাম (মুক্তি), দলীয় মনোনয়নে প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিল ইন্দ্রজিৎ দাশ বাপী’র নাম এবং খলিলনগর ইউনিয়নে নৌকার প্রার্থী প্রণব ঘোষ বাবলু, আলোচনায় ছিল বর্তমান চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু নাম।
##

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews