এস এম সোহাগ রানা : পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় ও অগ্রগতি সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় পিস ক্লাবের আয়োজনে ৫ই অক্টোবর সকাল ১১টার সময় সাতক্ষীরা জেলা, তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শান্তি দিবস ও আন্তর্জাতিক অহিংসা দিবস ২০২১ উপলক্ষ্যে পক্ষকাল ব্যাপি প্রচার অভিযানে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পক্ষ কালব্যাপি প্রচারাভিযান ও আন্তর্জাতিক শান্তি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোঃ খাইরুল আলম শুভ সভাপতি জালালপুর ইউনিয়ন পিস ক্লাব, আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মীর তাহরিমা বিল্লাল বেলা সহ সভাপতি তালা ইউনিয়ন পিস ক্লাব ।
উক্ত অনুষ্ঠান অতিথি হিসাবে উপস্থিত থেকে আন্তর্জাতিক শান্তি দিবস ও অহিংস দিবস নিয়ে আলোচনা করেন নাজমুন নাহার (মহিলা বিষায়ক কর্মকতা, তালা), মুরসিদা পারভিন পাঁপড়ি (মহিলা ভাইচ চেয়ারম্যান, তালা), অধ্যক্ষ জি.এম.কাওছার আলী(নগরঘাটা আলিয়া আলিম মাদ্রাসা), মোঃ তাওহীদুর রহমান ইমাম তালা উপজেলা জামে মসজিদ।
এছাড়া উপস্থিত ছিলেন পিস ক্লাব সদস্যরা ও শান্তি দিবস উপলক্ষে যারা ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী। ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাপ্পি ক্যাশাপী ও আকাশ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সালাহউদ্দীন রানা ফিল্ড অফিসার তালা উপজেলা।