আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার কুমিরায় ইউনিয়ন পরিষদে সংখ্যালঘুদের ক্ষমতায়ন ও তাদের অধিকার নিশ্চিত করার জন্য এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় উপভোগী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০মার্চ) সকাল ১০টায় নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে ও মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ এবং অগ্রগতি সংস্থার আর্থিক সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সভায় নারী উন্নয়ন সংস্থা’র পরিচালক গুলশান আরা’র পরিচালনায় বক্তব্য রাখেন, কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সামেরা বানু, কুমিরা বহুমখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিনা ইয়াসমিন, ইউনিয়ন পরিষদ উদোক্তা এস এম শহিদুল ইসলাম, অগ্রগতি সংস্থার প্রকল্প সম্বন্বয়ক মাসুম বিল্লাহ সবুজ, স্বপ্ন ফাউন্ডেশন কর্মী রাজিব বিশ্বাস, নারী উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী তৌকির হাসান প্রমুখ।
এসময় ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শুশীল সমাজের লোকজনসহ কুমিরা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠির নারী-পুরুষরা উপস্থিত হয়ে তাদের সমস্যা কথা তুলে ধরেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশ্বস্ত দেওয়া হয়।