এস এম সোহাগ রানা : সাতক্ষীরার তালায় দৈনিক মানবকণ্ঠের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(২৫ অক্টোবর) তালা উপজেলা হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ও জেলা বাকসিস এর সভাপতি মোঃ এনামুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, খলিল নগর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম আজিজুর রহমান রাজু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান, জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আকতারুজ্জামান, এশিয়ান টিভি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোঃ ইলিয়াস হোসেন, জাতীয় দৈনিক আজকের
পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, সমাচার দর্পনের জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম. তথ্য অফিসার সাথী রানী রায়, সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, হাসান আলী বাচ্চু, সানজিদুল হক ইমন, মিজানুর রহমান, আফসানা মিনি, রিয়াদ হোসেন, সোহাগ হোসেন, তাপস সরকার, জাহাংগীর হোসেন প্রমুখ।
সঞ্চলনায় ছিলেন দৈনিক মানবকণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি ও তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন। পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা তাওহিদুর রহমান।