সেলিম হায়দার : “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকালে সারাদেশে জুড়ে একযোগে প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস।

ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, তালা থানার ওসি (তদন্ত) এম এম সেলিম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর মকবুল হোসেন প্রমুখ।

উদ্বোধনের পর মেলার ৩২ টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *