পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আহবায়ক কমিটির সদস্য ও তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড.মোহাম্মদ হোসেন বলেছেন, অবহেলিত তালা উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই, বর্তমান সরকারের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনা সুদুর প্রসারী চিন্তা-ভাবনায় আমাদের ঐক্য থাকতে হবে।
আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী যিনিই হবেন, দলীয় সকল নেতাকর্মীদের তার পক্ষে থাকার আহব্বান জানান তিনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপরে তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি তালা উপজেলা সদর, খলিলনগর, ইসলামকাটি, পাটকেলঘাটা এলাকায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে গণসংযোগ ও ২০২২ সালের নববর্ষের শুভেচ্ছায় ক্যালেন্ডার বিতরণ করেছেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যারেয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।