পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান গতকাল নবমীতে তালা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোজ খবর নেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক চিত্র তাদের কাছে তুলে ধরেন।
তিনি আরও বলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে জানালে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে সুযোগ দেয়া হবে না। এসময তার
সফরসঙ্গী ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী শ্যামল সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার ঘোষ, তালা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার, মাগুরা ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান শ্রী গণেশ দেবনাথ জয়নগর ইউপি চেয়ারম্যান শ্রীমতি বিশাখা তপন সাহা, সোনাবাড়িয়া ইউনিয়নের পূজা কমিটির সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগর সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, নারায়ন মজিমদার, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।