এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশসহ আজ গোটা বিশ্ব করোনা ভাইরাস (কোভিটড ১৯) প্রার্দুভাব বেড়ে যাওয়ায়, গোটা বিশ্ব যখন থমথমে অবস্থা তৃতীয় ধাপে দেশে যখন মৃত্যুর মিছিল বেড়ে যায় ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রতিটি মানুষের দেওয়ার ব্যবস্থা করা হবে।
এমতাবস্থায় গত (২৮ শে জুলাই) বাংলাদেশ সরকার ঘোষণা দেন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আগামী (৭ ই আগস্ট) থেকে (১৮) উর্দ্ধে গণহারে টিকা প্রদান করা হবে।
তারই ধারাবাহিকতায় আজ ০৭ আগস্ট শনিবার তালা উপজেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রতি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে ২০০ জনের মাঝে করোনা ভ্যাকসিন প্রদান কর্যক্রম শুরু করেছে। আজ তালা উপজেলায় প্রতিটি ইউনিয়নে ৬০০জন করে ১২ টি ইউনিয়নে মোট ৭২০০ জনকে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে।
উক্ত টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নির্বাহী অফিসার (ইউএনও) তারিফ উল-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিমসহ প্রমুখ।