পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : আহসান উল্লাহ টিটু কে সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ কামরুজ্জামান রিকুকে সাধারন সম্পাদক সহ ১৩ সদস্যের তালা উপজেলা তাতী লীগের কমিটি দিয়েছে জেলা তাতী লীগ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা তাতীলীগের সভাপতি কাজী মারুফ হোসেন এবং সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবাগত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মো.সাইদুল ইসলাম, শেখ নুর ইসলাম, সরদার সাইফুল ইসলাম, মামুন সরদার, যুগ্ম-সম্পাদক পদে, শেখ আবু সাঈদ, শেখ আবু নাস, শেখ মিরাজ হোসেন, মীর বিপুল, সাংগনিক সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে শেখ আলামিন, প্রচার সম্পাদক পদে মোঃ শহীদ সরদার।
তাতীলীগের আদর্শ ধারন করে সংগঠনকে গতিশীল করার লক্ষে এক বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দিয়েছে জেলা তাতী লীগ।