দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা
লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে
সম্প্রতি তিনি বুস্টার ডোজ টিকা গ্রহন করেছেন বলে জানা যায়।
বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষার রিপোর্টে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহর করোনা পজিটিভ শনাক্ত হয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব ও জেলা ওয়ার্কস পার্টির নেতা কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি চিকিৎসকের পরামর্শে সাতক্ষীরা পৌর সদরের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা গ্রহন করছেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি দ্রুত আরোগ্য লাভে সকলের কাছে শুভ কামনা প্রার্থনা করেন। এমপি কমরেড এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত হলেও নিজের প্রতি মানসিক জোর রেখে চিকিৎসকের সেবা গ্রহন করে মানুষের ভালবাসায় দ্রুত সুস্থতা লাভ করবেন বলে জানান।
তিনি তালা-কলারোয়াবাসি সহ সকলকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও সরকারি ৫ দফা বিধি নিষেধ মেনে চলার সাথে সাথে সতর্কতা অবলম্বন করে সচেতনতার মধ্য দিয়ে জীবন যাপন করার আহবান জানান।