স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে পদোন্নতি জনিত জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরীকে তুজুলপুর গাছের পাঠশালার আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় রোববার বিকালে ।
তুজুলপুর গাছের পাঠশালার প্রতিষ্টাতা সাংবাদিক ইয়ারব হোসেন এর সভাপতিত্বে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত সংবর্ধনা প্রদানকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সাতক্ষীরা সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, তুজুলপুর কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমেন্দ্র নাথ ঘোষ,প্রভাষক আশরাফুল জ্জামান বাবলু, সামাজের আলোর সাংবাদিক মোস্তাফিজুর রহমান, শাহিনুর রহমান, সজিব মন্ডল, নয়ন মন্ডল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো’র স্টাফ গণের পক্ষ থেকে, আজহারুল ইসলাম সাদী, মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, শাহিনুর রহমান, সজিব মন্ডল, নয়ন মন্ডল, মাদুস রানা মিঠু প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে জনবান্ধন প্রকৃতি প্রেমিক প্রধান অতিথি দেবাশীষ চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,সাতক্ষীরার মানুষ সরল মনের ।মানুষকে ভালবাসা দেন। মানুষ অল্পতে খুশি হন।মানুষকে মনে রাখেন । প্রকৃতির মাঝে আমাকে যে সন্মান দেখানো হয়েছে সারা জীবন মনে রাখবো ।